সুরের ঝংঙ্কার
ভালোবাসার গানে নাইবা হলো
ভরা মনের সাদা পাতা,
মনের গোপনে যত্নে থাক লুকানো
না.... বলা যত কথা।
হুলুদ খামে নাইবা এলো
ঠিকানাহীন উড়োচিঠি,
আমার হৃদয় কাননে তুমি রঙিন ফুল
আবার অকালে ঝড়ে পড়া বনবীথি।
আজও সেই ভুলে যাওয়া গানের সুর
হৃদয় বীণায় ওঠে বেজে,
যখন মন হারিয়ে যায়
তোমার কথার আবেশে।
চোখের সামনে ভেসে ওঠে তোমার
লজ্জা...