...

8 views

খুঁজবি তো
আর যদি না ফিরি,
খুঁজে নিস আমায়,
চুড়ুইয়ের সেই ছোটো নীড়ে,
ঠিক যেখানে সুখ থাকে,
তৃষ্ণা মেটায় প্রেম,
ইচ্ছে আঁকে স্বপ্ন।
আর যদি না ফিরি,
খুঁজে নিস আমায়,
সেই আস্ত কুঁড়ের ঘরে,
ঠিক যেখানে স্বপ্ন মেলে,
অপ্রাপ্তি কাঁদে,জীবন হাসে।
বন্ধু খুঁজবিতো বল,
দেখিস সেদিন আবার নতুন করে,
সূর্য্য ওঠবে উদিত কান নে,
নতুন পাখি ডাকবে ভোরে,
সকাল হবে নতুন।
নতুন বাতাস,
নতুন জীবন,
নতুন ভালোবাসায়।
ভোরের সেই শিশির ভেজা ঘাস,
সাজাবে মুক্ত হয়,
আবারও স্বর্গদ্বার উম্মেচিত হবে,
প্রেমিকার মুখ ভরা হাসিতে।
আবারও মানুষ মানবতাকে
আলিঙ্গন করবে,
বুকের উষ্ণতা দিয়ে।
ঠিক তখনি বাঁচবো আমি,
মায়ের সেই মমতাময়ী ডাকের মাঝে।
খুঁজবিতো আমাকে?


আমার ঐ লেখা যদি আপনাদের কাছে সামান্য ভালোলাগে থেকে তবেই আমার স্বার্থকতা,,,,,,,, পি,কে

© Pk