...

14 views

প্রতারক
তুমি ছিলে,আমার নেত্রদ্বয়ের দেখা সুদূর পথ।
যে পথের পানে চেয়ে থাকি অনবরত্।
তুমি এলে,আমার হৃদয়ের ভালবাসার মেলায়।
ভেবেছিলাম, তোমায় নিয়ে যাবো
আমার ভেলায়।

চেয়েছিলাম আমি,তোমার হৃদয়ের ভালবাসা একটুখানি।
হ্যাঁ, তা খুউউব...দামী।
তাই বলে, কেন করলে এমন প্রতারণা?
কেন দিলে, হৃদয়ের ভীড়ে অসীম যতনা?

তোমারই জন্যে ভেসেছিল কপোল, বিন্দু বিন্দু জলে।
মাখিয়েছিলাম ভালোবাসায় এ হৃদয়ের আড়ালে।
তুমি নির্ঘাত, নিষ্ঠুর প্রতারক।
ভেবোনা হয়েছি মাত, হয়ে গেলে আমার হৃদয়ে, এক আগুন্তক।।