...

17 views

একুশ শত কুড়ি
তোমার কিছুই বলতে হবেনা
আমি জেনে গেছি
কানামাছি
এখনকার কিছুই তখন রবেনা।

এই নদী আকাশে উড়বে
দরিদ্র বালচের পানি
মুক্ত বিহগের ডানায়
লন্ডন হয়ে ঘানায়
উড়াল পর্বত হয়ে
ইরগিসিলে,না হয়
পাতা গুনিয়ায়।
যাযাবর ঝরের সাথে ঘুরবে।

এক দিন দু হাজার কুড়ি
ভুরি ভুরি মৃতের মতো
স্মৃতি হয়ে যাবে।
আসছে একুশ শতকে
এই দুর্দিন
শ্যঁওলা পড়া কোন
পুরনো কাহিনী হয়ে যাবে।

নাম লিখে যাবে
বাউড়ি দু হাজার কুড়ি
হিসেবে ফুরোবে
ক্যলেন্ডার। অতপর
একশত বছরের পর
আবার আসবে নবীন
করোনাহীন
একুশ শত কুড়ি।

# বাংলা কবিতা
© Akbar husen2