আরেক দিগন্ত
আপনি দেখিয়ে গেছেন
আরেক দিগন্ত জীবনের
জীবনের এক গহিন তরজমা
কেন ফুল ফোটে
কেন পাখীরা উড়ায় ছানা
কেন নক্ষত্র ছড়ায় আগুন
কেন গ্যালাক্সির পরিভ্রমণ
আর কেন আমি নীড় বাঁধি
কেন ঘুরিয়া বেড়াই
সুখের সন্ধানে
যাতনার দুর্লংগ বৃত্তের ভেতর।
ওরা বলে ছিল
জীবন কিছু নয়
কোটি কোটি আলোকবর্ষ
ভিজিয়েবল ইউনিভার্স
মাল্টিভার্স , ফুল, পাতা
নক্ষত্র,পতংগ আর আমি
আমার সব আয়োজন
প্রকৃতির খামখেয়ালিপনা
সব অর্থহীন সমাপতন।
ওরা এখনো বলে
আমি ছিলাম ওড়াং ওটাং
সেই আদিম...
আরেক দিগন্ত জীবনের
জীবনের এক গহিন তরজমা
কেন ফুল ফোটে
কেন পাখীরা উড়ায় ছানা
কেন নক্ষত্র ছড়ায় আগুন
কেন গ্যালাক্সির পরিভ্রমণ
আর কেন আমি নীড় বাঁধি
কেন ঘুরিয়া বেড়াই
সুখের সন্ধানে
যাতনার দুর্লংগ বৃত্তের ভেতর।
ওরা বলে ছিল
জীবন কিছু নয়
কোটি কোটি আলোকবর্ষ
ভিজিয়েবল ইউনিভার্স
মাল্টিভার্স , ফুল, পাতা
নক্ষত্র,পতংগ আর আমি
আমার সব আয়োজন
প্রকৃতির খামখেয়ালিপনা
সব অর্থহীন সমাপতন।
ওরা এখনো বলে
আমি ছিলাম ওড়াং ওটাং
সেই আদিম...