...

5 views

বিশ্বাস
এখনো তোমাকে বিশ্বাস করে
তোমার উপরেই করছি ভর
পাড়ার লোকে বলছে সবাই
তুমি নাকি মীরজাফর।।
হাতটা ধরে বুঝিয়ে দাও ওদের
বিশ্বাসঘাতক নও তুমি
মাথা নত করে দাও ওদের
ঘুচিয়ে দাও নোংরামি।।
আমার চরিত্র ঘেটেঘুটে যারা
লাগিয়েছে কালি সম্মানে
যোগ্য জবাব দাও তুমি তাদের
আমার মাথায় সিঁদুরদানে।।
তোমায় আমায় ছোটো করে যারা
নিজেদের ভাবে শিক্ষিত
বুঝিয়ে দাও ওদের তুমি
মস্তিষ্ক তাদের বিকৃত।।
টিকবেনা এই দুদিনের প্রেম
বলেছিল যারা আমাদের দেখে
বিয়ে করে তুমি বুঝিয়ে দাও ওদের
দুদিনের প্রেমও বছর বছর টেকে।।
এরপরও যারা আড়ালে বসে
তোমার আমার নিন্দা করে
তারা তবে ইতিহাস পড়ুক
মীরজাফরের বংশধরের।।