অচিন তারা
ঘন কালো-এ আকাশ মোড়া,
খসলো কেবল একটি তারা;
এক দৌড়ে দিগন্ত করি পার…
অন্য একটা নাম রাখবো,
তোমরা যাকে 'উল্কা' বলো;
এই তারাটা কেবল মাত্র আমার।
আকাশ যখন আলোয় মাতে,
কবির ভাষায় 'অরুণ প্রাতে' -
এক বাক্স আঁধার রাখবো তুলে;
আমার প্রিয় অন্ধ ঘরে -
ওই চিলেকোঠার 'পরে,
সেই তারাটার গন্ধ মাখবো চুলে।
সারা দুপুর...
খসলো কেবল একটি তারা;
এক দৌড়ে দিগন্ত করি পার…
অন্য একটা নাম রাখবো,
তোমরা যাকে 'উল্কা' বলো;
এই তারাটা কেবল মাত্র আমার।
আকাশ যখন আলোয় মাতে,
কবির ভাষায় 'অরুণ প্রাতে' -
এক বাক্স আঁধার রাখবো তুলে;
আমার প্রিয় অন্ধ ঘরে -
ওই চিলেকোঠার 'পরে,
সেই তারাটার গন্ধ মাখবো চুলে।
সারা দুপুর...