...

9 views

বেহুলা
আমি সাঁতারে পাড়ি দিয়ে যাবো ভেসে !
শেওলার ন্যায় নতুন প্রদেশে !

করো নাহি ঘৃনা এ মোর বাসনা ;
পতিহারা বেহুলা যে আমি !

বিবাহের পরে বাসর ঘরে ,
মনসা দংসিল মোর স্বামী !

তোমরা কি দেবে সঙ্গ মোরে কেউ ?
হৃদয় দুলাইছ মোর, এ উত্তাল ঢেউ !

খুজিব সে দেবতারে ,
যিনি মোরে দিতে পারে পতির ফিরিয়া প্রাণ !

ইহা মোর ইচ্ছা দেবতার অনিচ্ছা !
কেবল সুধীবার নাহি ত্রাণ !

দেবতা সম্মুখে নব বিধবা যে আমি !
করিব কি এখন হে ভগবান ?

ফিরিয়া চাই মোর স্বামীরে তাই ;
তব কী দিতে হইব মোর প্রাণ বলিদান ?

দেবতা কহিল , শোনো হে বৎস ;
তোমার স্বামীর ফিরাইতে প্রাণ !

নাচিতে হইবে এই দেবতা সম্মুখে !
দিবে কি তবে এই প্রতিদান ?

বেহুলা কহিল , নাচিবো সহস্র !
মোর স্বামীরো ফিরায়তে প্রাণ !

সময়ের সাথে বিধাতার হাতের ।
বিধি গুলো যেনো নিবৃত দান ।

স্বামীরে মোরে ফিরিয়া দিলেন !
দেবকূলে নেচে মজাইয়া প্রাণ !

© SHAYAARIDILSE