বেহুলা
আমি সাঁতারে পাড়ি দিয়ে যাবো ভেসে !
শেওলার ন্যায় নতুন প্রদেশে !
করো নাহি ঘৃনা এ মোর বাসনা ;
পতিহারা বেহুলা যে আমি !
বিবাহের পরে বাসর ঘরে ,
মনসা দংসিল মোর স্বামী !
তোমরা কি দেবে সঙ্গ মোরে কেউ ?
হৃদয় দুলাইছ মোর, এ উত্তাল ঢেউ !
খুজিব সে দেবতারে ,
যিনি মোরে দিতে পারে পতির ফিরিয়া প্রাণ !
ইহা মোর ইচ্ছা...
শেওলার ন্যায় নতুন প্রদেশে !
করো নাহি ঘৃনা এ মোর বাসনা ;
পতিহারা বেহুলা যে আমি !
বিবাহের পরে বাসর ঘরে ,
মনসা দংসিল মোর স্বামী !
তোমরা কি দেবে সঙ্গ মোরে কেউ ?
হৃদয় দুলাইছ মোর, এ উত্তাল ঢেউ !
খুজিব সে দেবতারে ,
যিনি মোরে দিতে পারে পতির ফিরিয়া প্রাণ !
ইহা মোর ইচ্ছা...