...

4 views

বিরহ 🥀

নত করি আখিঁ ভালোবেসেছিনু যারে
বাঁধিতে পরিবারে
ঠেলে দিল সে অবজ্ঞায়, অজ্ঞানের অন্ধকারে।

এ কি বিধাতার রুদ্ররোষ!
না কি ছলনার কপটতায় পশ্চাতে টানিয়াছে...
জানা-অজানার আপশোষ।
দ্বিপ্রহর গড়িয়ে সন্ধ্যার হাতছানি
ভাঙছে অজান্তে অন্নময় কোষ ।

কেন, কেন দিল না 'প্রেম' সাধনায়
কেন, 'সে' মজেছে অন্য আরাধনায়
বিধবা দুপুর তাই মুখ লুকায় অভিমানে
প্রেম তাঁর বয়ে গেছে গ্রীষ্মদাবদাহের টানে।

তাই কি! হেমন্তের শিশিরে ঝরে একলা রাতের শোক...
জীবনবাঁশির ছন্দে দুলে না ছন্দ, বিষন্ন কুসুম অশোক ।
©️ শ্রী রাজু গরাই ✍️
তারিখ: ১৯ নভেম্বর ২০২৩ , বাড়ি

#writcoapp #writer #writerRajuGarai #poem #poetrylovers #RajuGarai #letter #Heart #Love&love #broken date: 19.11.2023
© কলমে...শ্রী রাজু গরাই