নব জীবনের সূচনা লেখায়:- উল্লাস পাল
কৈশোরে চঞ্চল মন,
খেলাধুলোয় থাকতো ব্যস্ত;
সময়ের সাথে বাড়লো পড়ার চাপ,
সেই সাথে মনটাও হলো কিছুটা শান্ত।
প্রাইমারি থেকে স্কুল জীবনে
হলো যখন পদার্পণ,
তারপর হতো মনে,
কবে যে হবে শেষ স্কুল জীবন।
খেলাধুলো, হাসি- খুনসুটিতে
থাকতো মজে স্কুল জীবন...
কলেজ লাইফে আজ শুধু
সেই স্মৃতির আস্ফালন।
পড়ার চাপ থাকতো বেশি,
তবুও কেটেছিল ভালো;
দেখতে দেখতে গেলো এসে,
স্কুল থেকে বিদায়ক্ষণ।
পড়লো যখন স্কুল শেষের ঘন্টা,
বিদায়বেলায় হৃদয় দিলো নাড়া;
শুরু হলো,
স্কুল শেষে কলেজ জীবনের সূচনা।
স্কুলে হতো কথোপকথন
কলেজে হয় কত মজা,
কল্পনা ভেবে হতো তখন
কলেজ লাইফের দিনগোনা।
স্কুল শেষে হলো বন্ধু বিচ্ছেদ,
কেউ গেলো বাইরে;
কেউ বা অন্য কলেজ,
তার মধ্যেও ছিল অটুট কলেজ জীবন শুরুর আমেজ।
অবশেষে কাউন্টডাউন হলো সমাপ্ত,
হলো শুরু নতুন জীবনে পথচলা;
কিন্তু প্রথমেই কলেজ লাইফে
এলো এক বাধা!
উচ্চমাধ্যমিক পেরিয়ে
কলেজ জীবনে পা,
করোনার জেরে হলো বন্ধ
পাঠশালার দরজা।
মহামারী করলো গ্রাস,
শুরু হলো অনলাইন ক্লাস;
গুগল মিটে নাম দেখেই হলো বন্ধুত্ব,
মুখোমুখি একে অপরকে ক'জনই বা চিনতো!
যান্ত্রিক শব্দে আসতো ভেসে, ...
খেলাধুলোয় থাকতো ব্যস্ত;
সময়ের সাথে বাড়লো পড়ার চাপ,
সেই সাথে মনটাও হলো কিছুটা শান্ত।
প্রাইমারি থেকে স্কুল জীবনে
হলো যখন পদার্পণ,
তারপর হতো মনে,
কবে যে হবে শেষ স্কুল জীবন।
খেলাধুলো, হাসি- খুনসুটিতে
থাকতো মজে স্কুল জীবন...
কলেজ লাইফে আজ শুধু
সেই স্মৃতির আস্ফালন।
পড়ার চাপ থাকতো বেশি,
তবুও কেটেছিল ভালো;
দেখতে দেখতে গেলো এসে,
স্কুল থেকে বিদায়ক্ষণ।
পড়লো যখন স্কুল শেষের ঘন্টা,
বিদায়বেলায় হৃদয় দিলো নাড়া;
শুরু হলো,
স্কুল শেষে কলেজ জীবনের সূচনা।
স্কুলে হতো কথোপকথন
কলেজে হয় কত মজা,
কল্পনা ভেবে হতো তখন
কলেজ লাইফের দিনগোনা।
স্কুল শেষে হলো বন্ধু বিচ্ছেদ,
কেউ গেলো বাইরে;
কেউ বা অন্য কলেজ,
তার মধ্যেও ছিল অটুট কলেজ জীবন শুরুর আমেজ।
অবশেষে কাউন্টডাউন হলো সমাপ্ত,
হলো শুরু নতুন জীবনে পথচলা;
কিন্তু প্রথমেই কলেজ লাইফে
এলো এক বাধা!
উচ্চমাধ্যমিক পেরিয়ে
কলেজ জীবনে পা,
করোনার জেরে হলো বন্ধ
পাঠশালার দরজা।
মহামারী করলো গ্রাস,
শুরু হলো অনলাইন ক্লাস;
গুগল মিটে নাম দেখেই হলো বন্ধুত্ব,
মুখোমুখি একে অপরকে ক'জনই বা চিনতো!
যান্ত্রিক শব্দে আসতো ভেসে, ...