আমার মেঘ বালিকার জন্য
মেঘ বালিকা তোমার তরে
লিখব গল্প নতুন করে,
কল্পনাতে রঙিন তুলির টান;
থাকবে না তাতে ঢাল-তলোয়ার,
রাজায় রাজায় যুদ্ধ হওয়ার,
যাবেনা সেথায় উলুখাগড়ার প্রাণ।
বন্ধু, সেথায় অস্ত্র ভাণ্ড,
শান্ত হয়েছে সিরিয়া কান্ড-
রিফিউজিরা আবার ফিরছে দেশে।
রাষ্ট্রনেতারা হয়েছে ক্লান্ত
যুদ্ধ করে পরিশ্রান্ত,
জীবনের গান আবার আসছে ভেসে।
চড়ছে না সেথা আগুন পারদ
হাওয়ার গন্ধে নেই যে বারুদ,
ফুসফুস ভরে শ্বাস নেয় আমাজন।
সব দাবানল হয়ে গেছে ম্লান
ডাক দিয়ে যায় নদীর উজান,
তোমার ঠিকানা সিঁদুরে...
লিখব গল্প নতুন করে,
কল্পনাতে রঙিন তুলির টান;
থাকবে না তাতে ঢাল-তলোয়ার,
রাজায় রাজায় যুদ্ধ হওয়ার,
যাবেনা সেথায় উলুখাগড়ার প্রাণ।
বন্ধু, সেথায় অস্ত্র ভাণ্ড,
শান্ত হয়েছে সিরিয়া কান্ড-
রিফিউজিরা আবার ফিরছে দেশে।
রাষ্ট্রনেতারা হয়েছে ক্লান্ত
যুদ্ধ করে পরিশ্রান্ত,
জীবনের গান আবার আসছে ভেসে।
চড়ছে না সেথা আগুন পারদ
হাওয়ার গন্ধে নেই যে বারুদ,
ফুসফুস ভরে শ্বাস নেয় আমাজন।
সব দাবানল হয়ে গেছে ম্লান
ডাক দিয়ে যায় নদীর উজান,
তোমার ঠিকানা সিঁদুরে...