...

7 views

" মহানায়ক "
সভ্যতার মত উঁচু ঘ্রাণে দাঁড়িয়ে ছিল-
সেই অবিনাশী পুরুষের চোখ।
একাধিক বীজগাণিতিক মানের ওপর;
ঘাসের মত সরল অথচ বিধ্বংসী হৃদ্ পিন্ড;
মাছের কঙ্কাল থেকে জন্মানো ইচ্ছেকুঁড়ি;
রাইফেলের তোতার মত ছড়িয়ে ছিটিয়ে।
আমার মতোই ছিল জনহীন বুক;
স্মৃতিকোষে গ্লানি;
নিকেলকম্পাসে বিক্ষত সময়ের দাঁত;
প্রাকৃতিক দেহে পিঙ্ক পার্ল;
কোঁকড়ানো চুলের মতো তাঁর জীবনী বারবার আমায় নাড়িয়ে দিয়ে যায়।



© সাহিত্যের নায়াগ্রা❤️