...

2 views

অন্তহীন
এবারে অঝোরে নামবে বৃষ্টি,
কৃষ্ণ কালো মেঘে খেলে যায় বিদ্যুৎ ঝিলিক, অবিরাম বর্ষণে ধুয়ে যাক ক্লেদাক্ত মন।
নীড় হারা বিহঙ্গেরা আশ্রয়ের খোঁজে বেঁধে ফেলে দলহীন জোট। কলকাকলিতে ভরেছে উঠোন, শব্দজালে ধরে রেখেছি প্রতিটি মুহূর্তের জলছবি। পরিযায়ী প্রেম ধরা আছে দামি এ্যলবামে,
টুপটাপ বৃষ্টি ফোঁটায় ফ্যাকাসে অতীতের ছবি।
ময়ূরপুচ্ছ ধারী কাক মিশে যায় জনারণ্যে, একটা একটা একটা খসতে থাকে পালক, বেরিয়ে আসে আসল চেহারা, তবুও পরিযায়ী প্রেম আসে যায় অবলীলায়, হয়তো এবারে অঝোরে নামবে বৃষ্টি।

🌹পরিযায়ী প্রেম / বকুল বৈরাগী___✍️


© বকুল কথা