...

1 views

নব জীবনের সূচনা লেখায়:- উল্লাস পাল
কৈশোরে চঞ্চল মন,
খেলাধুলোয় থাকতো ব্যস্ত;
সময়ের সাথে বাড়লো পড়ার চাপ,
সেই সাথে মনটাও হলো কিছুটা শান্ত।
প্রাইমারি থেকে স্কুল জীবনে
হলো যখন পদার্পণ,
তারপর হতো মনে,
কবে যে হবে শেষ স্কুল জীবন।
খেলাধুলো, হাসি- খুনসুটিতে
থাকতো মজে স্কুল জীবন...
কলেজ লাইফে আজ শুধু
সেই স্মৃতির আস্ফালন।
পড়ার চাপ থাকতো বেশি,
তবুও কেটেছিল ভালো;
দেখতে দেখতে গেলো এসে,
স্কুল থেকে বিদায়ক্ষণ।
পড়লো যখন স্কুল শেষের ঘন্টা,
বিদায়বেলায় হৃদয় দিলো নাড়া;
শুরু হলো,
স্কুল শেষে কলেজ জীবনের সূচনা।
স্কুলে হতো কথোপকথন
কলেজে হয় কত মজা,
কল্পনা ভেবে হতো তখন
কলেজ লাইফের দিনগোনা।
স্কুল শেষে হলো বন্ধু বিচ্ছেদ,
কেউ গেলো বাইরে;
কেউ বা অন্য কলেজ,
তার মধ্যেও ছিল অটুট কলেজ জীবন শুরুর আমেজ।
অবশেষে কাউন্টডাউন হলো সমাপ্ত,
হলো শুরু নতুন জীবনে পথচলা;
কিন্তু প্রথমেই কলেজ লাইফে
এলো এক বাধা!
উচ্চমাধ্যমিক পেরিয়ে
কলেজ জীবনে পা,
করোনার জেরে হলো বন্ধ
পাঠশালার দরজা।
মহামারী করলো গ্রাস,
শুরু হলো অনলাইন ক্লাস;
গুগল মিটে নাম দেখেই হলো বন্ধুত্ব,
মুখোমুখি একে অপরকে ক'জনই বা চিনতো!
যান্ত্রিক শব্দে আসতো ভেসে,
ভার্চুয়াল কণ্ঠস্বর;
চলতো তাই বাড়িতে বসে,
অনলাইন পড়াশোনার আড়ম্বর।
অচেনা বন্ধুদের সাথে একসাথে ক্লাস,
চেনা বন্ধুর সংখ্যা সীমিত
তাই মন উদাস।
অচেনা বন্ধু হলো চেনা,
স্বাভাবিক ছন্দে ফিরে;
কলেজ জীবনের আর কয়েকটি মাস,
কাটাচ্ছে আনন্দে।
অচেনাদের সঙ্গে হলো পরিচয়,
হলো নতুন বন্ধুত্বের সূচনা;
প্রথম প্রেম, প্রথম ক্রাশ:
আর পড়াশোনার মাঝে
কলেজকে ভালোবাসা।
পরীক্ষাও হয় অনলাইনে,
আগে ভাবতাম এসব কল্পনা;
করোনাই করলো সম্ভব,
আর রাত জেগে অ্যাসাইনমেন্ট লেখা।
অবশেষে খুললো পাঠশালার দরজা,
প্রাণহীন কলেজ চত্বর
পেল ফিরে পড়ুয়াদের ভালোবাসা।
ক্যান্টিন থেকে ক্লাস,
মাঠ থেকে হস্টেল;
উঠলো ভরে
বহুদিন পর পড়ুয়াদের কলতানে।
হাসি মজা, খুনসুটিতে
ভালো কাটুক আগামী কলেজ জীবন;
নবীনদের জন্য রইল শুভেচ্ছা,
আর হোক জ্ঞানের সম্প্রসারণ।
শুরুতে লাগতো ভয়
কেমন হবে শিক্ষক শিক্ষিকারা,
কিছুদিন পর কাটলো সংশয়:
আসলে তাদের মধ্যেও রয়েছে পড়ুয়াদের প্রতি ভালোবাসা।
শিক্ষক শিক্ষিকারাও হলেন আপন,
বকুনির মাঝেও রয়েছে
তাদের অগাধ স্নেহ।
জ্ঞানের দীপ্ত আলোয়
আমাদের ভবিষ্যতের রাস্তা
দেখিয়েছেন যারা,
সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য রইলো প্রণাম ও শ্রদ্ধা।


-লেখায়ঃ- উল্লাস পাল