পাষাণ রাজার প্রতি
তোর মনে সাধ ছিল তুই রাজা হবি;
রাজ সিংহাসনে বসে রাজ্য শাসন করবি।
রাজপ্রাসাদে রাজসুখে করবি বসবাস;
রাজকোষের টাকায় পূর্ণ হবে ভোগবিলাস!
দেশ বিদেশে করবি ভ্রমণ উড়োজাহাজে চড়ে
রসনা তৃপ্ত হবে রকমারি ভিনদেশি আহারে।
বেশ তো! তাতে কার কি ক্ষতি ?
ঈশ্বরের অসীম কৃপা। পূর্ণ হল তোর মনোবাসনা;
বিরাজমান তুই সিংহাসনে। মন আনন্দে আটখানা!
রাজসুখ করছিস ভোগ। ভোগবিলাস ষোলো আনা;
বেশ তো! থাকবি তুই সুখে, নেই তো কারোর মানা।
কিন্তু গরীব প্রজার সুখে দিচ্ছিস কেন হানা ? ...