...

15 views

লাষ্ট পোস্ট
আমার দীর্ঘ সময় পৃথিবীর তীরে
চলে গেছে । এখন তোমাদের ভিড়ে
অবাঞ্চিত পড়ে আছি
মাঝেমধ্যে উঁকি দিই ফেইসবুকে।

এখন আর নেই কোন সুনির্দিষ্ট গন্তব্য
তালগোল পাকিয়ে কিছু মন্তব্য
পোস্ট করি। লাইক তেমনটি পড়ে না
কমেন্ট আরো কম।সবার সাথে
তবু চলি নিরস মুখে।

একটি ভাবনা তোমাকে দিলাম-
মনে করো যেন-
হঠাৎ কোন ফ্রেন্ড আর আসেনা
ফেইসবুকে। তার কোন পোস্ট
দেখায় না তোমার আইডি।

অনেক বছর পর-
কোন ঝরো বাতাসের দিন,
পৃথিবীর কোন চা স্টলে,
অথবা রেলওয়ে স্টেশনে
তার কথা এসে গেল মনে।

সার্চ করে দেখ -
নিথর পড়ে আছে দশটি বছর,
স্থবির পানির মতো ম্লান,
ফিকে হয়ে আছে লাষ্ট পোস্ট,
আর কোন কথা সে বলে নি,
আর কোন ছবি -
আপলোড করে নি সে।

নতুন বাইকটিতে চড়ে,
ঈদের নতুন জামা টি পড়ে,
কখনো বেড়াতে গিয়ে-
লিলোয়ার বিল,
টাঙোয়ার হাওরে-
আর কোন ছবি
তার আসেনি দশ বছরে।

কি বুঝলে তুমি ?
কেন চা জুড়িয়ে গেল ?
দু ফোঁটা অশ্রু এলো চোখে ?
সেই বন্ধু টি
আর কেন আসেনা ফেইসবুকে ?
© Akbar husen2