...

5 views

তৃপ্তি হীন
,,, তৃপ্তিহীন ,,,

কোথায় গো তুমি ও প্রিয়া।
পাইনা তোমার দেখা।
স্বয়নে রাত কাটে মোর একা ।
কেন দিলে কথা দিয়ে ধোকা।
তাইতো কোমল হৃদয় পেয়েছে ব্যথা।

শত কষ্ট ভরা হৃদয় দেখাই কাহারে।
একাকী নির্জনে কাটে সময় বিষাদে।
শত মানুষের ভিড়ে একা আমিএই ভুবনে
শুধু খুঁজে পাই তোমায় স্বপনে।
যা শুধু ভাবনা ,ও অতৃপ্তিকর ।


© rasid writer

#sad #poem #bengali #trending