...

8 views

“এ মৃত্যুশহরে”
এ মৃত্যুশহরে
***********

মৃত্যুশহরের কিনারে আমার মেঘের বাড়ি

স্বপ্নের শিখর টলোমলো কাঁপে

আমার অনুভবের প্রাবল্যে।

যেদিকে তাকাই , চেতনার অন্ধকারে নির্নিমিখ বিষ—

আমি শ্বাস টানি বাঁচার অদম্য আকুতিতে,

ভেজা পলাশের মতো তোমার রক্তোষ্ঠ চোখে নিয়ে...

মৃতচেতন প্রাণে স্পন্দনের অভিঘাতে ক্ষত...দগদগে পোড়া দাগ—

চোখে পড়ে নি কারো!

বিশ্বাস বিজয়ী-নগরী, নাকি বদল্যেরের “ফোর্মিলাঁতে সিতে”?

শেষ হয়ে গেছে আজ সময়ের সব চিহ্নই—

এই মৃত্যুর প্রতিস্পর্ধা শুধু তোমাকেই খোঁজে আজ সচকিত মনে,

অসহায় আর্তিতে!

© কৌস্তভ মণ্ডল

®all rights reserved.

24 April 2021 ; Saturday ; 8-08 pm.
© The Prodigal Son