...

4 views

শব্দ
শহর জুড়ে
ঘুমের ঘোরে
বইছে বাতাস
শব্দ করে,
একলা জেগে
একটা পাগল
সেই হাওয়াকে
আঁকড়ে ধরে।
অবাক চোখে
কিরম যেন
বলেও কথা
আপন তালে,
কত কি যে
হয়না বলা
কতক হারায়
মনের জালে।
সেসব কথা
হাওয়ার মাঝে
হাঁফরে মরে
শব্দ তুলে,
শখের লেখক
রাতের নেশায়
শব্দ ধরে
বাতাস গুলে।।
© শখের লেখক