শামুক
সোনালী শালিক শুধু কথা কয় – শামুকের স্বরে,
সজনের ফুল শুঁকে চলে গেছে যাহা নবীনের তরে–
ক্যালসিয়ামের খোলসে গুঁজে এক পা দুই পা করে;
পদহীন স্খলিত ভাঁজে ভিজায়েছে পথধূলিকারে।
পিপীলিকা যবে বুঝে গেছে কত শৈবাল ডুবে যাবে,
রক্তপায়ী মশকীর ন্যায় স্থূল হয়ে মেঘ যবে,
যেদিন আকাশ গ্রহণের ন্যায়...
সজনের ফুল শুঁকে চলে গেছে যাহা নবীনের তরে–
ক্যালসিয়ামের খোলসে গুঁজে এক পা দুই পা করে;
পদহীন স্খলিত ভাঁজে ভিজায়েছে পথধূলিকারে।
পিপীলিকা যবে বুঝে গেছে কত শৈবাল ডুবে যাবে,
রক্তপায়ী মশকীর ন্যায় স্থূল হয়ে মেঘ যবে,
যেদিন আকাশ গ্রহণের ন্যায়...