...

1 views

আজকের রবীন্দ্রনাথ।
আজকেও রবীন্দ্রনাথ আছেন!
কিন্তু এই রবীন্দ্রনাথ ,সেই রবীন্দ্রনাথ নন!
আজকের  রবীন্দ্রনাথ কবিতা লেখেন না,
গল্প বা নাটকও লেখন না,
তিনি শুধু শোনেন আর দেখন,
আর ম্লান নিস্তব্ধতায় হাসেন।
লোকেরা কেমন পাগলের মতো,
তাকে ঘিরে ধরেছে!
তিনি যেন অবিকল কবিগুরু!
তিনি দাড়িযে থাকেন বিব্হলতায়!
আজকে সবাই তাকে চায়!
সোনার হরিণের মতন,
জীবন যেন হবে ধন্য!
আজ কবিগুরুর জন্ম জয়ন্তী!
২৫শে বৈশাখ !
আজকের দিনে!
সেই 'ই যেন বিশ্বকবি!
যিনি কবিতা হয়তো বোঝেন না,
যার সুরহীন আবেগহীন মূর্তির মধ্যে ,
জমে রয়েছে বহু দিনের খুধা,
বুকে বিষাক্ত বিষাদ!
চিত্তে ভয়ের আর্তনাদ!
চোখের আলোয় ,না দেখা অশ্রুজল।
বড়ো আশা করে এসেছে সবাই,
আপনাকে তারা বড়োই ভালোবাসে!
আর সেই ভালোবাসা কারে কয়?
অপনার সাথে সেলফি তুলে,
ভালোবাস অভিনয়?
নাকি মাতৃভাষা জানার পরিচয়?
তাকে ছূয়ে হবে কবিগুরুকে স্পর্শ করার, সূবর্ণ সুযোগ!
দাও আরও প্রাণ,আরও আরও করো যোগ!
আজ আসবে  সাংবাদিকদের বোকা বোকা প্রশ্ন !
আপনার আজ কেমন লাগছে?
আপনি কি কবিগুরুর লেখা পড়েছেন?
আবার কবে দেখতে পাবো?
২২শে শ্রাবনে?
নাকি লোক হাসানো মন্ত্রীর নিমন্ত্রনে?
খবর আছে !
যে তিনি হারমোনিয়ামের ওপরে,
কোন বিশাল মোটা বই খুলে,
পুরানো সেই দিনের কথা গাইবেন!
সোশাল মিডিয়ায় আজ ভাইরাল হতেই হবে!
কতো টাকা দেবেন তিনি?
Like পিছু ১টাকা?
মৃদু হাসছেন কেন খামোকা!

কেটে যাবে আরেকটা দিন!
আজকের রবীন্দ্রনাথ কে কাল..
সবাই বিদায় জানাবে,
ভাববে না কেউ কাল থেকে আর,
সোমনাথ ভদ্র কি খাবে?
© Avik Datta Gupta