...

1 views

এক চল্লিশের শ্রাদ্ধ
সামনে কত আয়োজন,
ছিল না আমার আমন্ত্রণ,
কোনো এক দুপুরের খাবার

সবাই খেলো চেটেপুটে,
আমার কপালে নাহি টুকে,
চেয়ে থাকি করি আঁখি বার

আমার জন্য এই আয়োজন
আসে শত চেনা-অচেনা মানুষজন
সবাই খেল আপনজনের সনে

কেউ বলে ব্যাটা লবণ মরিচ দিলো নিম্ন
যদি গোস্তোটা হতো আরেকটু সিদ্ধ
তাহলেই তো! খেতাম আয়েশ আসনে।

ওরে ব্যাটা একে একে করলি খালি
সল্প সিদ্ধ, অল্প লবণ-লংকার সাতটা থালি
আর কত খাবি? একবার কর শুকরিয়া জ্ঞাপন।

#banglakobita #bangladesh
#এ_এক_কবিতার_শহর
#মুহাম্মদ_জহির
#banglaKobita&Quote