...

6 views

স্বাধীনতা
"স্ব" অধিকার, স্বাধীনতার
বৃথা বাক্য জনতার ।
শুধু শূন্য, জীবনের মধ্যাহ্ন
আঁধারে ঢেকেছে মুখ, সবার ।
ললাটের আঙিনায় দেখো -
স্বাধীনতা 'য় জড়িয়েছে স্বার্থ পুনর্বার ।

বিষবৃক্ষ জন্মিছে, রাজার নীতিতে সেজেছে রং ।
শোনিত-এর হোলি বছরভর, চোখ খুললেই সং।।

ব্যর্থ যৌবন কর্মহীন, সেই বুঝে
যার বুকে নেভেনি আগুন ।
সে নিরুপায় কাহার দায়
গান বাঁধেনি জীর্ণ ফাগুন ।
জন-অরণ্যের দুর্ভোগ, হেলায়
স্বাধীনতা ভুলিয়েছে প্রেম, পদবী'র তকমায় ।।
মহামানব-এর বলিদান, বৃথায়
ফি-বছর স্বাধীনতা আসে, যায় ।।

ফিরে আসি একেলা, দু-মুঠো শাক-নুনে-ভাতে...
ওটাই জীবন আমার, স্বাধীনতা যেখানে আসে ।।
©️ শ্রী রাজু গরাই ✍️
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #poem #writer #writerRajuGarai #independenceday #15th_August