...

11 views

গল্পের অঙ্ক
স্কুলের সেই অংকের ক্লাস,
সর্বদা ছিল ত্রাস।
ক্লাস সিক্স থেকে এইট,
মনে হতো খুব টাইট।
এরপর হটাৎ করে পাটিগণিত, বীজগণিত
আর জ্যামিতির সঙ্গ দিতে,
কোথা হতে চলে এলো পরিমিতি
এবং ত্রিকোণমিতি!
মনে হতো করি যদি ফেল,
পিঠে পরবে তবে স্কেল।
এবার সঙ্গে নিয়ে ভয়
করলো অঙ্ককে পরাজয়।
ষাট পেয়ে করলো পাশ,
কিন্তু বাবা বললেন,
এই নম্বর নয় এমন খাস।
সঙ্গে মা'ও বললেন, ভুলেও নিস না
সাইন্স এবং কমার্স,
তোর জন্য পারফেক্ট কেবল আর্টস।
কিন্তু সে যে বড্ড...