...

1 views

অনুভূতি
পথটা আজ হয়েছে খুব ভারী,
চাঁদটাও মন ভালো নেই,
আকাশের সাথে বাতাসের হয়েছে আড়ি,
পুকুর পার জুড়ে আছে সেই অন্ধকার
শুধু জোনাকির উঁকি ঝুঁকি নেই,
কত কথা জমে হয়েছে বেদনা তবু করেছে না
কানাকানি ছড়ানো ছিটানো তারা
আমি আগের মতো ভালো নেই,
কেমন যেনো হয়েছি মন মরা।
হারিয়ে যাচ্ছে ভাষা,
হেমন্ত মতো ঝড়ে যাচ্ছে সব স্বপ্ন, আচ্ছন্ন করছে হতাশা।
অদ্ভুত অন্ধকারে ধুসর স্মৃতির জলছবি,
বুকে শ্মশানের বোঝা নিয়েও
কবি,
শব্দ অক্ষর কেটে ভাষ্কর গড়ে
রেখে যেতে চায় তার অনুভূতি।
© Manab Mondal