...

3 views

আলো হয়ে আসার আগে

প্রচন্ড অভাবের সংসার,
সর্বত্র দারিদ্রতার ছাপ।
এটা কি জীবন, এ কী বাঁচা,
এ যেন এক অভিশাপ।।

ছোট্ট সুমন ভাবে কেন এমন,
পৃথিবী তো অনেক বড়।
লাগাও প্রচেষ্টা, রাখো মনোবল,
হতেই হবে তোমায় দড়।।

নিজেই নিজেকে জোগায় সাহস,
পড়াশুনায় লাগায় মন।
বিনা টিউশনিতেই যখন দারুন
রেজাল্ট, আরো সচেষ্ট হয় তখন।।

বাড়ির কাজ করে, ক্ষেতে লাঙল ধরে,
আবার ঠিক সময়ে স্কুলেও যায়।
হোম ওয়ার্ক মাঠেই করে নেয়,
বাড়িতে আলাদা পড়ার ঘর যে নাই।।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে এলাকার সেরা,
জলপানিও জুটল কপালে।
দেখতে দেখতে আই এ এস হয়ে এসে,
গ্রামের মুখ উজ্জ্বল করল সেই ছেলে।।

আলো হয়ে আসার আগে অতিক্রম
করতে হয়েছে, কত অন্ধকারময় জীবন।
সফলতা পেতে গেলে চাই অদম্য ইচ্ছাশক্তি,
অক্লান্ত পরিশ্রম ও একাগ্র মন।।
© All Rights Reserved