স্বাক্ষর
পথ ভুলে তুমি পাড়ি দিয়েছিলে,
নিরবধি আকাশের সন্ধ্যা তারায়ে।
রয়ে গেছে তার বিলুপ্ত স্বাক্ষর বৃক্ষের প্রতিটি পাতায়ে।
পৃথিবীর বুকে অক্ষত পদচিহ্ন,
যেইদিন হবে ক্লান্ত,
ঝরে যাবে সেদিন...
নিরবধি আকাশের সন্ধ্যা তারায়ে।
রয়ে গেছে তার বিলুপ্ত স্বাক্ষর বৃক্ষের প্রতিটি পাতায়ে।
পৃথিবীর বুকে অক্ষত পদচিহ্ন,
যেইদিন হবে ক্লান্ত,
ঝরে যাবে সেদিন...