...

29 views

করোনার শিক্ষা
#WritcoPoemChallenge
#CoronaVirus
থেমে গেছে বাস- ট্রাম, থেমে গেছে ব্যস্ততা;
থেমে গেছে প্রতিদিনের গতিময় ওই রাস্তাটা।
আর নেই কোলাহল,নেই কোনো যান
চারিদিকে আতঙ্ক ভয়ে-ভয়ে প্রাণ।
যে রাস্তায় চলতো মানুষ সারি-সারি
শুনেছি সে রাস্তাতে আজ কার্ফু হয়েছে জারি।
যে মানুষ ছিল সর্বশক্তিমান,
পৃথিবী জুড়ে যার চলতো আধিপত্য;
সেও আজকে হয়েছে নিরুপায়,
তাই রেখেছে নিজেকে সে ঈশ্বরের আরাধনায় মত্ত।
কী হল হঠাৎ? আজ এ উন্নত বিশ্বে
কেন মানুষ নেই আর সভ্যতার শীর্ষে!
নিজের ভুলেই আজ নিজ গৃহে বন্দী
এর থেকে বেরোনোর নেই কোনো ফন্দি।
কি যে...