...

5 views

মৃত্যু
মৃত্যু
শ্রী রাজু গরাই ১০ই ডিসেম্বর ২০২২

জাগিছে চিত্ত নিঃসঙ্গ প্রাণে প্রাসাদে একেলা
খেলিবার ছলে অচেতনে দাঁড়ায়ে যায় বেলা
তন্দ্রা জড়ানো চোখে ফুঁসিছে চিররাত্রিদিন
মৃত্যুর সিংহাসন উঠেছে ফুকারি সর্ববাধাহীন ।

সম্মুখপথে আঁধার সরাইয়া সাজে মেঘের গর্জন
আয়োজন যা কিছু মুহূর্তের চেতনশূন্যে    বর্জন ।
দাস সে মম সকল কাজে  করি না কোন ভয়
আমারই বাঁধনে বেঁধেছি কায়া সর্ব অঙ্গে জয়
বৃথা গর্ব অনুভব করো   কালের পরিহাসে
রাজাধিরাজ সে  রাজ করে দেখো ইতিহাসে ।

অতিথিশালার আঙিনাতে চন্দনসৌরভে তুমি এলে
দক্ষিণহাওয়ায় পল্লীপথে দুই বাহু তার মেলে
রাত্রিঅন্ধকার  মিথ্যা অস্বীকার  নির্ভীক স্বাধীন
রাজদণ্ডতব  আঁকড়িয়াভব  চলে না কোনোদিন ।

সত্যাসত্যের নবরত্নে ছন্দভরে শব্দবিহীন গানে
মৃত্যু আসে রাজার মতো সসম্মানে লুটতে প্রাণে ।
কর্ম রইলো পড়ে মানতে হুকুম ছাড়ে পৃথিবীর মাটি
গৃহঋণে শরীর গেল  সাজপোষাকে ছাই পরিপাটি।

#WritcoQuote #writco #writer #death #writerRajuGarai #writcoapp #মৃত্যু #philosophy
© কলমে...শ্রী রাজু গরাই