...

3 views

কেউ কি আছো?
এক যে ছিল উজ্জ্বল রাজ্য
সেই রাজ্যে ছিল সংস্কৃতি, সংস্কার।
তারপর সেই রাজ্যের হাত ধরলেন,
এক আঁধারের শীষ
যার মস্তিষ্কে ছিল গোছানো কূটনীতি,
এবং সিংহাসনের লোভ হলো তার অহংকার।
জন্মালো সেই রাজ্যে
রোজ এক নতুন ভয়
বাড়লো টাকার লালসা।
আর লুকোচ্ছে সব
চৌকাঠের পিছনে চুপকরার ভাষা।
যে আওয়াজ তোলে,
তার জিভ কাটা পড়ে!
এই রাজ্যে যেন,
গলা টিপে ধরছে আঁধার কালো।
মিছিল বেড়িয়ে শিক্ষা ডুবলো।
জ্ঞান আর আজ জ্ঞান নেই!
বোমা বাজি আম খবর!
অভিনয় জগতের যারা,
তারা হারাচ্ছে
নিজেদের ভবিষ্যতের আলো।
মঞ্চের সব থেকে বড়ো অভিনেতা,
আজ হলেন, চিল্লে ওঠা নেতা।
আর আমরা,
এই কূটনীতির এক অংশ।
যার আওয়াজে জোর হয়েও
কোনো প্রতিবাদের ক্ষমতা নেই!
যার হাত থেকেও, অস্ত্র নেই!
ভয় হলো এই রাজ্যের,
সবচেয়ে বড়ো অভিশাপ।
যেখানে আলোচনায় আমরা সকলেই বিদ্রোহী,
বাস্তবে সবাই শুন্য।
কলমের শীষ দিয়ে পর্যন্ত
আমাদের কোনো শব্দের
দন্ডি কাটার জোর নেই।
ভাঙছে এই রাজ্য, ভাঙছি আমরা,
কেউ কি আছো,হাত ধরবে বলে?
শিক্ষা নতুন করে শেখাবে বলে?
আছো কি কেউ,
ভয়ের আঁধার ভেঙে আবার,
উজ্জ্বল সকাল দেখাবে বলে?
কেউ কি আছো,
এই আমাদের নীতির রাজ্যে
আবার সংস্কৃতি, সংস্কারে,
আমাদের গর্ব, শিল্প-
সব ফিরিয়ে দেবে বলে?
কেউ কি আছো,
আবার গড়ে তুলবে বলে?
© KALAMKIDIWANI