...

4 views

কবিতা: জমি ও জল
কবিতা: জমি ও জল

পৃথিবীর যত জমি, জল
আমার ই দেহ আমার‌ই অশ্রু কেবল
পৃথিবীর যত হাওয়া, আলো
আমার ই শ্বাষ আমার ই দৃষ্টি সফল।

এই ধরাতলে আমি যে মনুষ্য
বাকিরা তো সব পোষ্য।
তাই আমার ই দায়িত্ব
পৃথিবিকে লোলুপতায়
না করে ক্ষত বিক্ষত ,
না বানিয়ে চব্য চষ্য
না বানিয়ে অনুর্বর অশ্ম
না বানিয়ে আমার ই চিতার প্রান্তর বিভৎস
'তাকে রাখা চির সবুজ , সুজলা-সুফলা, প্রশান্ত'।।
**KRN**
11.04.2024.R
Writco:18.04.2024