...

3 views

ঠিক রোজ রাত 3 টাই
ঠিক রোজ রাত 3 টাই
ঠক-ঠক শব্দে ঘুম ভেঙ্গে যায়
চোখের পালকে কড়া নাড়ে যেন কারা ?
চোখ খুলে দেখি উদাসীন চেহারায় দাড়িয়ে আছে,
ভালবাসার হারিয়ে যাওয়া মুহূর্তরা।
ঘরে ঢুকেই তারা আমাকে জড়িয়ে ধরে, কেমন আছি.....তা জানতে চাই !!

পাশে বসে তারা,
পুরনো, মাকড়সার জাল বোনা, ধুলায় ভরা স্মৃতিদের গল্প শোনায় !!
মৃদু স্বরে বেজে ওঠা গীটার এর সূর.....!
আঙ্গুলে আঙ্গুল ঠেকলেই বুকে দুর-দুর....!!
টিমটিমে নীলচে রঙে ঘর ভরা আলো....!
বাইরে কনকনে ঠান্ডা অন্ধকার কালো....!
লিপস্টিক এ রাঙানো ঠোঁট, চোখে ধেবড়ে যাওয়া কাজল....!
কপালে সরে যাওয়া টিপ, এলোমেলো শাড়ির আঁচল....!!
অর্ধেক বোতাম খোলা সার্টে আটকে যাওয়া চুল...!
ছুম-ছুম করে নড়তে থাকা কানের ঝুমকো দুল...!!
শিহরণ জাগানো আদুরে আলিঙ্গন....!
নরম ভিজে ঠোঁটের আল্ত চুম্বন....!!
(দীর্ঘশ্বাস.......)
তাদের গল্প শুনতে শুনতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায় রোজ ।
অনুরোধ করে তারা, আমরা যে হারিয়ে গেছি__,
আমাদের আবার খোঁজ ।।
তাদের চোখের জল বৃষ্টি হয়ে আমার সর্বাঙ্গ ভেজায় ।।
ঠিক, রোজ রাত 3 টায়

রোজ রাত 3 টায়,
রাস্তায় চৌকিদারের পাহারা দেওয়ার আওয়াজ "জাগতে রহো" আর,
দুর থেকে ভেসে আসা দুরন্ত গতিতে ছোটা রেলগাড়ির হুইসেলর ধ্বনি ।
তখনো তো যেত শোনা আর এখনো শুনি ।।
তারাও যে আমাদের ভালবাসার মুহূর্ত গুলোর অংশ হয়ে উঠছিল ক্রমশঃ,
তা এখন বেশ অনুভব করায় ।।
এই সবই যে আজও বর্তমান,
অতীত শুধু আমাদের ভালবাসার মুহুর্তরা,
যারা কারণে অকারণে কখনো হাসায় বা কখনো অঝোরে কাঁদায় ।।
ঠিক রোজ রাত 3 টাই.....!!
© shhhhshhhhh_nistabda_nirjon