...

18 views

অপেক্ষার 'এক জীবন'
ক্লান্ত হয়েছে এ রজনী
তোমারই ডাকের অপেক্ষায়..
কথা দিয়েছিলে তুমি, নক্ষত্রকে ছোঁয়াবে..
কথা দিয়েছিলে,এক ভোরে গাহিবে 'মুক্তি'র রাগ,
ভরবে আমার বাঁশি আপোনার অশেষ সঙ্গীতে,

শান্ত তুমি,ধির তুমি,
মৃত্যুরূপি জীবন তুমি,
মোহাচ্ছন্ন তন্ময় তুমি,
জাগ্রত আমার সহস্র চেতনায়।
রাত্রি পেঁচা জেগে রয়ে কোনো এক অজানার অপেক্ষায়...
তিব্র হাতছানির করুন আচ্ছন্নতায় হয়ত বা একটু ক্লান্ত..
তবুও জেগে রয়ে,
জেগে রয়ে কোনো এক অজানার অপেক্ষায়।
প্রতিশ্রুতির আঁতর মেখে,তোমার অপেক্ষায়।