ছেলবেলার দিন
ওই দেখো আকাশে রঙিন পাখিটি উড়ে গেল,
কয়েকটি ডানা ফেলে _
বছরের পর বছর কেটে গেল
কয়েকটি অতীত ভুলে।
ছেলেবেলার দিনগুলি কেমন যেন ছিল,
ঝাপসা চোখে যেন আবার ফিরে এলো।
খোলা পাতি তে মেতে থাকা দিনগুলো,
কালি শেষ হওয়া কলমের মতো মন থেকে মুছে দিল।
হাতে টানা গাড়ি নিয়ে ,
সারা পাড়া ঘুরে বেরিয়ে।
ছিলাম অবুঝ দিবা ভোর,
মায়ের চোখে ফাঁকি দিয়ে_
হয়েছিলাম নিশাচর।
মায়ের হাতে লাঠি দেখে,
ছুট দিতাম খেলনা রেখে।
কয়েকটি ডানা ফেলে _
বছরের পর বছর কেটে গেল
কয়েকটি অতীত ভুলে।
ছেলেবেলার দিনগুলি কেমন যেন ছিল,
ঝাপসা চোখে যেন আবার ফিরে এলো।
খোলা পাতি তে মেতে থাকা দিনগুলো,
কালি শেষ হওয়া কলমের মতো মন থেকে মুছে দিল।
হাতে টানা গাড়ি নিয়ে ,
সারা পাড়া ঘুরে বেরিয়ে।
ছিলাম অবুঝ দিবা ভোর,
মায়ের চোখে ফাঁকি দিয়ে_
হয়েছিলাম নিশাচর।
মায়ের হাতে লাঠি দেখে,
ছুট দিতাম খেলনা রেখে।