...

5 views

আমার গাঁ
চল্ তোরা আমার গাঁয়ে
শহরের ইট কাঠ কংক্রিটের থেকে দূরে
গ্রামের সোঁতা মাটির গন্ধ ;শহরে পেট্রোলের পোড়া গন্ধ চারিদিকে দূষণে ভরপুর।
ভোরে পাখির কলতান,ঘুঘুর ঘু ঘু ডাক শুনতে পাবি , আমার ছোট্ট গাাঁয়ে।

চল্ তোরা আমার গাঁয়ে
সবুজে ভরা ক্ষেতের ফসল
পাবি কি তোরা শহরে এমন?
ধান সিদ্ধর মিষ্টি সুবাদ কোথায় তোরা পাবি ভোরবেলায় ??
মেঠোপথ ধরে চলেছে সদা,চলছে বোঝাই ফসল গরুর গাড়ি।
কুমোর বাড়িতে মাটির জিনিস হরেকরকম
মিলবে এখানে অনেক কিছু
আমার এই ছোট্ট গাঁয়ে।

গাং শালিকের ডাক শুনতে কি গ্রাম ছাড়া পাবি?
পুকুর,নদী,ঝিল স্বচ্ছ জলের গতি।
কাঠবেলি ফুলের মন মাতানো গন্ধ
চৈত্র মাসে ছোট ছোট আম নিয়ে একে অপরের গায়ে ছুঁড়ে মারা খেলা শহর যে নয় গ্রামেই পাবি।
চল্ তোরা আমার গাঁয়ে।

কলমে:-- জয়শ্রী অধিকারী

২০শে চৈত্র ১৪২৭, শনিবার
© All Rights Reserved