...

4 views

মেঘ ও হৃদয়ের কথা
~~~মেঘ ও হৃদয়ের কথা~~~~
© প্রসেনজিৎ ঘোষ

একটা হৃদয়
ক্ষতবিক্ষত -
আঘাতে আঘাতে রক্তময়।
তবুও আকাশ সমান ভালোবাসা
বন্দী কি করে জানতো না কেউ।
মেঘ কিছুটা ঝরবে বলেই
ভালোবাসা বাকিতে নিল আবার করে।
ঝরলো সেও বাদল রাতে অঝোর ধারায়
রিক্ত হলো।
তবু কেউ ভিজলো না সেই নিঝুম রাতে।
জানালা গুলো বন্ধী করা।
হাওয়া লাগেনি কারো গায়ে।
মেঘ শান্ত হলো।
হৃদয়ের কাছে আর বাকি নেওয়ার মুখ যে নেই তার।
হৃদয় হাসলো সবটা বুঝে।
বললো - কখনো কখনো কিছুটা ভালোবাসা না হয়
অ-পাত্রেই দান করলে।
ক্ষতি নেই বন্ধু তাতে।
হৃদয়ের ভালোবাসা কমবে না কখনো।
মেঘ হাসলো।
বুঝলো - একটা ভালোবাসা মরলে পরেই আবার একটা ভালোবাসার জন্ম নেবে।
তাইতো কখনো কখনো কিছুটা ভালোবাসা
অ-পাত্রেই দান করা শ্রেও।
মেঘ নেচে উঠলো, আবারও ঝরলো অঝোর ধারায়
দিনের আলোয় বাদল সেজে।।