...

42 views

অমর বন্ধু
সেই গাছটি আজও সেখানে দাঁড়িয়ে আছে,
স্মৃতির গাছ।
তাতে নেই কোনো সজীবতা,নেই কোনো
উচ্ছলতা,
শুধুই এক জীর্ন অতীকায়ে গাছ, তাতে এখন নিয়মিত কেউ জল দেয় না
হয়না কোনো পরিচর্যা,তবু সে তার অস্তিত্ব
বজায়ে রেখেছে সময়ের পরিক্রমায়ে
হায় রে স্মৃতির গাছ! তোর ডালে জন্মাবে না কোনো নতুন পাতা,ফুটবে না সুগন্ধি ফুল ;
তবু তুই দামি,খুব দামি,আমার কাছে,
আমার হারিয়ে যাওয়া সময়ের কাছে,
তোর অস্তিত্ব কোনোদিনও হবে না নিশ্চিহ্ন,
তুই অমর,এই বিশাল মানবহৃদয় তুই অমর।
একমাত্র বন্ধু।।