...

5 views

তোমায় দেখি মুগ্ধতায়


সামনে থাকলে পারি না প্রকাশিতে,
জানিনা লজ্জায় নাকি শঙ্কায়।
স্বপনচারণে সজ্জিত নানা আভরনে,
অপলকে তোমায় দেখি মুগ্ধতায়।।

নিত্যদিনের পরস্পর বাক্য বর্ষণে,
কর্কশ কণ্ঠে যতই লাগুক না কলহপ্রিয়া।
দিনান্তের পরিশ্রান্ত অবসরে, কোমল হস্তের
ঠান্ডা জলপানে, জুড়িয়ে যায় মোর হিয়া।।

যত হয় ঠোকাঠুকি ,ভুল বোঝাবুঝি, বকাবকি,
ততই শক্ত হয় অন্তরে প্রেমের বন্ধন।
দুদিন না দেখলে, যেন কামড়েছে পাগলে,
মনের ঘরে বিশৃঙ্খলা, ঘোরে মাথা বনবন।।

চোখ থাকতে যেমন মর্ম যায় না বোঝা,
ভাবি, তুমি ছাড়া সবাই আমার আপনজন।
যতই হোক চিৎকার, এটাই তো সংসার,
দুজন দুজনের পাশেই থাকবো আজীবন।।