...

10 views

নানু বাড়ি
আমার নানু বাড়ি আমার শৈশবকাল কেটেছে কত না মধুর বিকাল,
আমি বর্ষা মাসে যখন ছুটে যাই সকল বিল পুকুর রয় পানিতে টইটুম্বুর,
বর্ষা মাসের ছুটির দিনে বিলে মাছ ধরা, কাজিন দের নিয়ে বড় বিলের চরে পিকনিক,
আহা কি মজা আহ কি আনন্দ প্রকৃতির রূপ মাধুর্য ও ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়া,
আজও সেই আনন্দ রয়ে গেছে যখন নানুবাড়ি বেড়াতে যাই,
সন্ধ্যেবেলায় গ্রামের বন্ধুদের নিয়ে চায়ের আড্ডায় ডুবে যাওয়া,
সেই বাল্যকাল থেকে আজ পর্যন্ত একই রয়ে গেছে আমার নানু বাড়ি,
নানা নেই বেঁচে নানু আছে আছে চার মামা,
ফ্যামিলির সদস্যদের নিয়ে ভালই কাটে দিন গুলো,
অনেকগুলো কাজিন মিলে যখন কোন কিছু করি মনে হয় যেন আনন্দের মিছিলে হারিয়ে পড়ি,
আমাদের নানু বাড়ির সব সময় থাকে উৎসবমুখর আমি সেখানে প্রাণসঞ্চার করি,
আমার ভালো লাগে বৃষ্টি ভেজা বর্ষা রাত নানু বাড়ির ডাকবাংলো এ কাটানো রাত,
রাতেরই আধারে যখন জোনাকগুলো জ্বলে,
আর বৃষ্টির ধুন টিনের চালে পরে আমার তার কথা খুব মনে পড়ে,
নানু...