...

4 views

পাঁচটা টাকা
বাচ্চা ছেলেটা খাবার খুঁজলে
দিওনা তাকে বিদায়
এসেছে সে তোমার কাছে
কাঁদছে দেখো খিদায়।।
পাঁচটাকা গেলে তাও তোমার
পকেট হবে না খালি
পাঁচটা টাকার জন্য তাকে
দিওনা তুমি গালি।।
পাঁচটাকা পেলে মহা আনন্দে
ঘর ছুটে যাবে সে
পেট ভরাবে মোড়ের দোকানে
একটা সন্দেশে।।
তখন তুমি তার কাছে হবে
মানুষরূপী ভগবান
মনে রাখবে সে সারাজীবন
তোমার পাঁচটা টাকার দান।।
খুশি হয়ে সে ঠাকুরের কাছে
চাইবে তোমার সুখ
তখন দেখবে গর্বে তোমার
ফুলে উঠবে বুক।।
মানুষ হয়ে মানুষের পাশে
একবার দেখো দাঁড়িয়ে
তোমার বিপদেও দেবে এরা সবাই
সাহায্যের হাত বাড়িয়ে।।