পরিচক্র-আবর্তন
তাপ প্রবাহের শেষে বর্ষা এসেছে দেশে,
নদীর স্রোতের কলকল শব্দে।
তৃপ্তি পেয়েছে ধরা ঢেকেছে জমির খরা;
"বিশ্ব" বঙ্গের এই অব্দে।।
হয়েছে রবি ব্যস্ত যাওয়ার জন্য অস্ত,
অন্ধকার নামে তুলসী মঞ্চে।
শঙ্খের আওয়াজ পেলে সন্ধ্যা প্রদীপ জ্বেলে;
আজ ও এই রীতি গ্রামে-গঞ্জে।।
আকাশের এক কোনায় একফালি চাঁদ গল্প শোনায়,
কিভাবে সময় আনে পূর্ণতা।
তখন পিচরাস্তার মোড়ে বহু মানুষের ভিড়ে;
রাতের গভীরতায়,বাড়ে শূন্যতা।।
ঝড়-বৃষ্টি হতে শেষ আসে পুজোর রেশ,
কাঠামোয় লাগে মাটি,মন্দির প্রাঙ্গণে।
শীত আসার কালে শিশিরবিন্দু দূর্বার গালে;
বসন্তে সবুজ আসে প্রকৃতির অঙ্গনে।। ভোরের আলো ফোটে চৌমাথা আবার জেগে
ওঠে,
ব্যস্ততা দেখা যায় সবার মাঝে।
এভাবেই দিন কাটে লাঙ্গল কাঁধে মাঠে;
আবার শেষ হয় সেই সাঁজে।।
যুগের এই রীতি জগতে আনতে স্থিতি,
আবর্তনে তিনটি কাঁটার।
ভাগ্য রথের চাকা পাক পরিবর্তনের দেখা;
পর্যায়ক্রমে "সমীপে" আসুক সবার।।