...

2 views

পরিচক্র-আবর্তন

তাপ প্রবাহের শেষে বর্ষা এসেছে দেশে,
নদীর স্রোতের কলকল শব্দে।
তৃপ্তি পেয়েছে ধরা ঢেকেছে জমির খরা;
"বিশ্ব" বঙ্গের এই অব্দে।।
হয়েছে রবি ব্যস্ত যাওয়ার জন্য অস্ত,
অন্ধকার নামে তুলসী মঞ্চে।
শঙ্খের আওয়াজ পেলে সন্ধ্যা প্রদীপ জ্বেলে;
আজ ও এই রীতি গ্রামে-গঞ্জে।।
আকাশের এক কোনায় একফালি চাঁদ গল্প শোনায়,
কিভাবে সময়...