...

15 views

উদাসী মনউদাসী মন জানে,
মন কেন এত বেসুর।
পাহাড়সম ব্যথা জমেছে,
তবে দূর করে দাও দূর।

মনের ঘরে খেলা করে
কে ভাঙ্গে মনের মতিচুর?
উদাসী মনেই জানে
চোখে কেন দেখা দেয় অশ্রুবিন্দুর।

@নির্ভয়