...

10 views

অশান্তির আগুন।।
সবার ঘরেই আগুন লেগেছে
দমকল ডেকে লাভ কি বল্?
অশান্তির আগুন নেভাতে নারাজ
দমকলের ওই সস্তার জল।।
অশান্তি তোমার, অশান্তি আমার,
অশান্তি গোটা দেশ জুড়ে
প্রজারাই এবার দেশ চালাবে
আর রাজা হয়ে যাবে ভবঘুরে।।
মাঠ- ঘাট- পথে ঘুরে বেড়াচ্ছে
জ্যান্ত লাশের দল
খাবার চাইলে কেউবা দিচ্ছে
গলা শুকানোর জল।।
গায়কের গানে উঠছে ফুটে
তাদের জীবন কাহিনী
লেখকের কলম লিখছে তাদের
লুব্ধ চোখের চাহনি।।
কিছুই তো তারা চায়নি শুধু
চেয়েছে দুমুঠো অন্ন
নিরাশ করোনা তোমরা তাদের
দুমুঠো চালের জন্য।।
এবার তো সব শান্তির জলে
শান্ত করো পরিবেশ
নইলে, পৃথিবীটা শুধু ছাই-ই হবে
আর পরে রবে তার ধ্বংসাবশেষ।।