...

2 views

কবিতা: ঐশীর নারীত্বের অভিষেক
কবিতা: ঐশীর নারীত্বের অভিষেক

অভিষেক তব আজি
উত্তরণের -
কন্যা হ‌ইতে নারী,
কত গাথা তব
ম্লান হ‌ইয়া যাবে,
হয়তো বা নিভৃতে
নিভাইয়া ও যাবে
যখন উদিবে সংসার সমুদ্রে তব
নব নব...