...

4 views

প্রেম তো নয় সুখের
প্রেম যদি চোখে দেখা যেত
তাহলে দেখতে পেতে
স্বচ্ছ নদীর মত
নীলাকাশ বুকে এঁকে,
কি ভাবে সে ছুটে যায়
সাগরের দিকে ।
চলার শব্দে তার
শুনতে পেতে তুমি,
সেতারের মীড় আর
ঘুঙুরের ঝঙ্কার,
কান্নার ধ্বনিতে তার
সারেঙ্গীর সূর,
প্রেম তো সুখের নয়,
সে হোল বুকভরা বেদনার হাহাকার ।
চোখে জল, মুখে হাসি রেখে তবু,
সে বলে যায় হাত নেড়ে,
আমার যেতে হবে বহুদূরে ।"