...

3 views

এক প্রান্তে
এক প্রান্তে

উচ্চ স্বরে গাইছে গান
জাত বাঁচাতে প্রাণ হারান,
আকাশ কেন একলা ভাসে
গরিব কেন পিছিয়ে পরে!
শিক্ষা কেন পয়সা চেনে,
মানুষ কেবল হিংসে করে।

ভালোবেসে রোজ ফুল যে ফো‍ঁটে
শিশির ভেজা মাঠে ঘাটে।
রোজ সকালে নদীর তীরে
সালিক পাখি আঁহার করে।
হঠাৎ করেই প্রশ্ন জাগে,
নদীর জলে ঘর কে বাঁধে!

চোখের জলে ভেসে ওঠে
কত মনোভাব আজ রহস্য ভেদে,
জাঁত বাঁচাতে চলছে পথে
আইন, লড়াই ছোঁয়াচে লাগে।
রোজ রোজ আজ বিষাক্ত মানুষ
অজান্তেই সব ভ্রুকুটি কাটে।

..... শিল্পা🖋️
(কাব্য - 2, ০৭.০২.২০২২)

© All Rights Reserved