...

3 views

বর্তমান সমাজ
আইনের নামে করে গুন্ডামি, ধর্মের নামে চালায় ভন্ডামি ;
সাধুর দেশে ভরে ধুর্ত্তামি, পূজারির বেশে করে নষ্টামি।
ঐক্যের নামে ছড়ায় বিভেদ, কমার স্থানে বসায় ছেদ;
তারাই আবার দেখায় দিশা, রক্ত চুষে মেটায় তৃষা ।

বন্ধুর বেশে মুখে মধু হেঁসে, পেছনে তারাই চালায় ছুরি ;
হাতে হাত রেখে চারিদিকে দেখে, করে তারা চোর জোচ্চুরি।
তারাই আবার সবার প্রিয় তারাই নাকি সমাজসেবী ?
আসলে তারা মুখোশধারী স্বার্থান্বেষী অর্থলোভী।

তারাই ধন্য তারাই মহান, তারাই করে সবার বিচার;
টাকার লোভে কটু কাজে, কভুও হাত কাঁপেনা তার।
জাতির কাছে মহান সেজে ছদ্মবেশী পিশাচ তারা ,
ভাইকে মেরে বাপের রক্ত করছে ভাগ বাঁটোয়ারা ।

সমাজ কি ফের জাগবে আবার? করবে কি ভেদ চক্রব্যূহ ?
অর্জুন রুপে সংগ্রামী হয়ে আসবে কী দেশে আবার কেহ ?
ভাঙন দেব আজ ভাঙের নেশায় হয়তো আছেন চক্ষু বুজে ,
খুললে চক্ষু ঘটবে প্রলয় আমরা আছি তারই খুঁজে ।

- Sadness fellow