...

3 views

বর্তমান সমাজ
আইনের নামে করে গুন্ডামি, ধর্মের নামে চালায় ভন্ডামি ;
সাধুর দেশে ভরে ধুর্ত্তামি, পূজারির বেশে করে নষ্টামি।
ঐক্যের নামে ছড়ায় বিভেদ, কমার স্থানে বসায় ছেদ;
তারাই আবার দেখায় দিশা, রক্ত চুষে মেটায় তৃষা ।

বন্ধুর বেশে মুখে মধু হেঁসে, পেছনে তারাই চালায় ছুরি ;
হাতে হাত রেখে চারিদিকে দেখে, করে তারা চোর জোচ্চুরি।...