...

1 views

শুকনো ঝড় ২

© প্রিয়রঞ্জন মন্ডল

আশায় ছিলাম
বৃষ্টিস্নাত কালবৈশাখী সন্ধ্যার।
দমকা ঝড় এলো,
ঝরে গেল কত আমের মুকুল!
ভেঙে পড়ল,
কত গাছের ডাল।
কিন্তু পেলাম না
এক পশলা বৃষ্টি ।
এখনো আছি সময়ের অপেক্ষায়।
হয়তো একদিন,
শুকনো ঝড়ের পরে -
ঝরে পড়বে বারিধারা।।