...

4 views

#কালবৈশাখী
সেদিন ছিল বাইশে চৈত্র সান্ধ্য বেলা
হঠাৎই আকাশ কালো হতে লাগল
চারপাশ টা পুরো অন্ধকারে ছেয়ে গেল
দূরে বাতাসের শব্দ,না বাতাস নয় ঝড়ের
ঝড়ের গতি বাড়তে লাগল
গাছের মাথাগুলো নিজেদের বশে নেই
ভেঙে পড়ার উপক্রম।
ভীষণ জোড়ে মেঘ ডাকছে ভয় তেমন নেই
জানি তো তুমি আমার পাশেই আছো
পাশে দেখি!!না তুমি নেই ;কোন পাশেই
ডাকতে থাকি কিন্তু সে ডাক ঝড়ের মাঝে হারিয়ে গেল,
বুঝলাম কালবৈশাখীর ঝড় এবার সফল হল।

স্বত্বা সংরক্ষিত :- জয়শ্রী অধিকারী
২৩ শে চৈত্র ১৪২৭


© All Rights Reserved