মৃত্যু বেলার স্বপ্নযাত্রা
সে স্বপ্নের মত ভেসে বেড়ায়,
সে তলিয়ে যাওয়ার আগে,
তার ভাঁজে বহন করে,
সৈন্যদের মৃত্যু কান্না...
নিঃশব্দে চলে যায় রাত্রির আঁধার,
তার ছায়ায় লুকিয়ে থাকা
যুদ্ধের অনুত্তাপিত স্মৃতি।
রক্তাক্ত মাটির নিচে,
প্রতিটি সুরে বাজে
যোদ্ধাদের শেষ নিশ্বাস,
বুকের গহীনে আটকে থাকা
প্রিয়জনের আর্তনাদ।
স্বপ্নগুলো তখন ছড়িয়ে পড়ে,
যেন একেকটি বাতাসের কণিকা,
যার পরতে পরতে জড়িয়ে থাকে
এক অশ্রুপাতের ইতিহাস।
প্রতিটি ভাঁজে বাঁধা পড়ে
যোদ্ধাদের না বলা গল্প,
যে গল্পগুলো বলা হয়নি,
তাদের সেই শেষ রাতের আগে।
প্রতিটি শোকে, প্রতিটি যন্ত্রণায়
গড়ে ওঠে এক নীরব...